দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়টির সামনের সড়কে এই সংঘর্ষের শুরু হয়।
ঘটনা সূত্রে জানা যায়, একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা দিনাজপুরে আসছেন। দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস আটক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে।
অভিযোগ উঠেছে, তারা ক্যাম্পাসে ঢুকে হাবিপ্রবির বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাচ ও মূল ফটক ভাঙচুরের চেষ্টা করে। এরপরই বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষ হয়। এই ঘটনায় চারটি বাস ভাঙচুর করা হয়। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহ আলম দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের চালানো হামলায় ছাত্রলীগের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তারা আবাসিক ভবনের জানালার কাচ ভাঙচুর করেছে। ভেটেরিনারি হাসপাতালের সামনের মূল ফটক ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ বলেন, ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ডিবি ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।