মো.সজল মিয়া,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হয়েছে। এতে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ১ হাজার ১৬২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো.দেলওয়ার হোসেন।
বিজয়ী দেলওয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন মাত্র ৭৮ ভোট এবং আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৬ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে বিকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।সকাল ৯টায় ভোট শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।
নির্বাচন সংশ্লিষ্টদের দাবি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক হাজার ৪৭৯ ভোটারের মধ্যে এক হাজার ৪৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কর্মকর্তা ভোটগ্রহণ শেষে বিকালে ফল ঘোষণা করেন।
দিনাজপুর জেলাপরিষদের এ নির্বাচনে প্রার্থী ছিলেন, চেয়ারম্যান ৩ জন, ১৩টি সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন।
এদিকে, আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উদ্দীন চৌধুরী নির্বাচনের একদিন আগে অন্য দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন এবং কালো টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে প্রেস ব্রিফিং করেন।