সজল মিয়া; দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে পাঁচটি বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি। এ পাঁচটি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৭ জন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলামের সই করা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বিদ্যালয়গুলো হলো- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কুঞ্জামহিপুর দ্বি-মুখি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী ডিমলা উপজেলার পশ্চিম খাড়িবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার খামার বারাই বাড়ি উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের খানসামা উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়।
এর আগে, সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শেখ হাসিনা।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাশের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ১৩ দশমিক ৬১ শতাংশ কমেছে।
পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাশের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ।
চলতি বছর দিনাজপুর বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ১৩ হাজার ৩৬৮ জন ছাত্রী এবং ১২ হাজার ২১৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। এ বোর্ডে এবার ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৪ হাজার ৫৭৭ জন।