বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর গণ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস সার্ভিস

গবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা চালু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চন্দ্রা (গাজীপুর) ও মানিকগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং যাতায়াতের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দুটি রুটে সার্ভিস চালু হলেও ভবিষ্যতে ঢাকা রুটেও পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

পরিবহন ব্যবস্থার সার্বিক বিষয় দেখভাল করবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রশাসনিক ভবনের পরিবহন শাখায় প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পরিবহন সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে প্রতিদিন যাতায়াতের কারণে তারা নানা ভোগান্তির শিকার হতেন।

এ বিষয়ে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ওয়াসিম বলেন, “ অবশেষে আমাদের দাবি পূরণ হলো। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের কষ্ট অনেকটাই কমবে। যদিও দেরিতে এসেছে, তারপরও প্রশাসনের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার বলেন, “আমরা অনেকদিন ধরেই এ সুবিধা চাইছিলাম। অবশেষে প্রশাসন আমাদের কণ্ঠস্বর শুনেছে। এজন্য কৃতজ্ঞ।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরিবহন ব্যবহারের নিয়মাবলি ও ভাড়ার পরিমাণ বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে জানা যাবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

৩৩ লক্ষ টাকার ব্রিজ উদ্বোধনের আগেই ফাটল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে, এ নিয়ে উপজেলা জুড়ে চলছে তোলপাড়।অভিযোগ রয়েছে, ব্রিজটিতে নিম্ন মানের নির্মাণ সামগ্রী...

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে...

মাতৃদুগ্ধ কর্নার অব্যবহারযোগ্য, দায়িত্বহীনতার অভিযোগে ক্ষোভ জনমনে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্ট ফিডিং কর্নার (মাতৃদুগ্ধ পান কক্ষ) স্থাপন করা হলেও বর্তমানে তা ময়লা-আবর্জনা রাখার স্থানে পরিণত হয়েছে। ফলে নবজাতকের মায়েরা...

রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত: আবদুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলী হুসেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী...

সম্পর্কিত নিউজ

৩৩ লক্ষ টাকার ব্রিজ উদ্বোধনের আগেই ফাটল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে, এ নিয়ে...

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের...

মাতৃদুগ্ধ কর্নার অব্যবহারযোগ্য, দায়িত্বহীনতার অভিযোগে ক্ষোভ জনমনে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্ট ফিডিং কর্নার (মাতৃদুগ্ধ পান কক্ষ) স্থাপন করা হলেও...