দুইদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদসংস্থা জিও নিউজ।
সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন, যার মধ্যে জেষ্ঠ্য মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলা হয়, ‘তার অবস্থানকালে পেজেশকিয়ান, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন’।
ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত ২৬ মে ইরান সফর করেছিলেন।পেজেশকিয়ানের এই সফর পাকিস্তান ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহদি সানাইয়ের মতে, ‘সফরে সাংস্কৃতিক ও অভিজাত ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সরকারি বৈঠক এবং আলোচনার পরিকল্পনা রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক নিয়ে আলোচনা হবে’।
এই উপদেষ্টা আরও বলেন, প্রাদেশিক ও সীমান্ত সহযোগিতার উন্নয়ন, সেইসাথে বর্তমান ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য বৃদ্ধি, এই সফরের লক্ষ্যগুলোর মধ্যে একটি।
উল্লেখ্য, গেলো দুই বছরের মধ্যে পেজেশকিয়ান পাকিস্তান সফরকারী দ্বিতীয় ইরানি প্রেসিডেন্ট। মূলত এই সফর জুলাইয়ের শেষ সপ্তাহে নির্ধারিত ছিল।