স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে এই অবস্থানে পৌঁছায় কাতালান ক্লাবটি।
অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে বার্সেলোনা ও রায়ো ভায়োকানোদের লড়াই। ২৬ মিনিটে রায়ো ভায়োকানো নিজেদের ডি বক্সে ফাউল করলে বার্সেলোনা পেনাল্টি পায়।
স্পট কিক থেকে রবার্ট লেভানদোভস্কি ২৮ মিনিটে একমাত্র গোলটি করেন। এরপর দু’দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দক্ষতায় আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়টির ফলে ২৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হলো ৫১, যা রিয়াল মাদ্রিদের সমান, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে বার্সা। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।