দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চলতি সপ্তাহেই তিনি দেশটিতে সফর করবেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারের একটি সূত্র।
এই সফরটিকে ফিরতি সফর উল্লেখ করে ডনব বলেন, গত জুলাইয়ের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলার পাকিস্তান সফরের পর ফিরতি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আসিম মুনির।
এছাড়া সেন্টকম এক বিবৃতিতে জানায়, জেনারেল কুরিলার সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফরে পাকিস্তানও অন্তর্ভুক্ত ছিল। সেই সফরে পাকিস্তান সরকার তাকে ‘নিশান-ই-ইমতিয়াজ (সামরিক)’ খেতাবে ভূষিত করে।
এর আগে গেল জুন মাসে ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে যান। সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, যা সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানদের করা হয়ে থাকে।
যদিও এই সফর নিয়েপাকিস্তান সেনাবাহিনী বা যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি দূতাবাস এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে এর আগের সফরেই আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি বছর শেষে আবার যুক্তরাষ্ট্রে যাবেন।
সংবাদমাধ্যম ডন এর মতে, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সফর এমন এক সময় হচ্ছে যখন গত মাসে কংগ্রেসের এক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযানে “চমৎকার অংশীদার” বলে প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদের ভূমিকারও প্রশংসা করেন।