শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

দুর্নীতি এমন একটা ক্যানসার যা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়: প্রধান বিচারপতি

-বিজ্ঞাপণ-spot_img

দুর্নীতি এমন একটি ক্যানসার, যা গণতন্ত্রকে নষ্ট করে, দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়, রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়, জনগণকে বিক্ষুব্ধ করে, জন্ম দেয় ক্রোধের। দুর্নীতিকে নির্মূল করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

রবিবার বিকেলে আজ বাংলাদেশের সংবিধান প্রণয়ন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে সমিতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। সমিতির সম্পাদক মো. আবদুন নূরের সঞ্চালনায় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন আলোচনায় অংশ নেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গের প্রতি জনগণের আস্থা দৃঢ় করতে সামান্যতম দুর্নীতি থেকেও দূরে থাকতে হবে সবাইকে। সামান্যতম দুর্নীতিও আস্থার জায়গা ধ্বংস করে দেয়। দুর্নীতির সঙ্গে মানি লন্ডারিং সমানতালে চললে রাষ্ট্রের অর্থনৈতিক বনিয়াদ হুমকির সম্মুখীন হয়।

তিনি আহ্বান জানান, আসুন, আমরা দেশের ভবিষ্যৎ পতাকাবাহীদের জন্য একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রযন্ত্র রেখে যাই, যাতে তারা আরও উজ্জ্বল আলোয় প্রজ্বালিত হয়। অগণতান্ত্রিক সামরিক শাসনামলে এ দেশে বিচার বিভাগ নিয়ে অশুভ ও অবাস্তব অনেক পরীক্ষা–নিরীক্ষা হয়েছিল।

প্রধান বিচারপতি আরও বলেন, গণতন্ত্র নস্যাতের সেই দুর্যোগপূর্ণ সময়ে আইনজীবীদের তীব্র আন্দোলনের কথা সবার মনে আছে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে আশির দশকে আইনজীবীদের সেই আন্দোলন এক গৌরবময় অধ্যায়। আইনজীবী সমাজের অর্জিত এই সুনামে যেন কোনো রকম কালিমা লিপ্ত না হয়, সেদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দুর করতে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা...

নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি, নেট দুনিয়ায় তোলপাড়

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৩...

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে, যখন ওই চোরাকারবারী বাংলাদেশের...

অস্ত্র দেখিয়ে স্থানীয় নেতাদের হুমকি দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সিরাজুল হক

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে...

সম্পর্কিত নিউজ

৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট...

নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি, নেট দুনিয়ায় তোলপাড়

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত...