সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের মূলস্রোতে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, কাউকে বাদ দিয়ে উন্নয়ন নয়, এই নীতি সামনে রেখে সরকার কাজ করছে।
নুরুজ্জামান আহমেদ আজ ভার্চুয়ালি যোগদান করে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তারা প্রতিবন্ধীদের জন্য দৃশ্যমান কোন কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়ণসহ নানাবিধ কর্মসূচি শুরু করেন।
তিনি বলেন, করোনাভাইরাসের অতিমারী চলাকালীন বিগত তিন বছরে অনেক কাজ করা সম্ভব হয়নি। প্রতিবন্ধীদের কল্যাণে গৃহীত সকল কার্যক্রম আগামী নির্বাচনের আগে সম্পন্ন করা হবে।
সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য কাজ করতে বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান মন্ত্রী।
আশরাফ আলী খান খসরু বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে।
রাশেদ খান মেনন বলেন, সংবিধানে প্রতিবন্ধীদের অধিকার সুনির্দিষ্টভাবে সন্নিবেশিত আছে। আইনের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে হবে। পরে দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদান ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্মার্ট হেয়াইট ক্যান বিতরণ করা হয়।