রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

দেবিদ্বারে উপজেলা নির্বাচনের ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:২০ পূর্বাহ্ণ

দেবিদ্বার প্রতিনিধি: উপজেলা পর্যায়ে নির্বাচনেও ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মেনে একই কর্মসূচি পালন করছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা৷ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৯ মে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এবার ভোট বর্জনের বার্তা দিয়ে লিফলেট বিতরণ করেছেন দেবিদ্বার ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২২ মে) সকালে উপজেলা কালিকাপুর বাসস্টেশনে লিফলেট বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন ও দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন।

এ সময় বক্তরা বলেন, ৭ জানুয়ারির ডামি জাতীয় নির্বাচনের মতো আরেকটি ডামি উপজেলা নির্বাচন করছে সরকার। এটি জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় উপজেলার প্রথম, দ্বিতীয় ধাপের নির্বাচন জনগণ সাড়া দেয়নি।

বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান। পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ, সদস্য সচিব আলীম পাঠান।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম। উপজেলা কৃষক দলের সদস্য সচিব সফিউল্লাহ আকন্দ মানিক, দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব, দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু বকর, যুবদলের সহ সভাপতি আবদুল হাই কায়সার, ওমর ফারুক, বাতেন সরকার, দেবিদ্বার পৌর যুবদলের সভাপতি শাহ জামান মুন্সি, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, পৌর যুবদলের সহ সভাপতি সবুজ পাঠান।

দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির নিজামী, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান শুভ সরকার, পৌর সেচ্ছাসেবক দল নেতা আবু মুছা, মোঃ সুজন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ