শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

দেবিদ্বারে কলেজ শিক্ষার্থীকে শিক্ষকের অনৈতিক প্রস্তাবের জেরে শিক্ষকের উপর প্রেমিকের নেতৃত্বে হামলা, ৪ জনকে গণপিটুনি

আব্দুল্লাহ আল আলীম, দেবিদ্বার প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুমিল্লার দেবিদ্বারে কলেজ শিক্ষক কর্তৃক একই কলেজের শিক্ষার্থীকে হোয়াটঅ্যাপে উত্তক্ত করার অভিযোগ তুলে ওই শিক্ষার্থীর প্রেমিকসহ ৬ যুবক শিক্ষকের উপর হামলা চালিয়েছে। এ সময় ওই শিক্ষককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় স্থানীয় জনতা ৪ জনকে গণপিটুনি দিয়ে আটক করেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সোয়া ২টায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ গেইটে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ শিক্ষক মো. কামাল হোসেন জানান, কলেজের প্রয়োজনে জনতা ব্যাংক থেকে ১ লক্ষ ৪৪ হাজার টাকা উত্তোলন করে নিয়ে আসার পথে কলেজ গেইটে ২ টি মোটর সাইকেলে ৬ সন্ত্রাসী এসে আমার পথ রোধ করে। তখন সাথে থাকা টাকাগুলো তাদের দিয়ে দিতে চাপ দিতে থাকে। এ সময় আমি টাকা দিতে অপারগতা দেখালে ওরা আমাকে মারধর করে বাম পকেটে থাকা ৫০ হাজার টাকার ২ টি বান্ডেলের ১ লক্ষ টাকা ও একটি মোবাইল এবং আমার মানি ব্যাগে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ডান পকেটে থাকা ৪৪ হাজার টাকা ও আরো একটি মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গ্রামবাসী দেখে ৪ জনকে আটক করলেও বাকি ২ জন মোটর সাইকেলে পালিয়ে যায়।

এ ঘটনায় আটক ৪ জন হলেন- দেবিদ্বার পৌর এলাকার মীর্জানগর গ্রামের আব্দুর রহিমের পুত্র আবু কাউছার (২৮), দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের প্রবাসী কবির হোসেনের ছেলে মো. রিয়ান(২০), পৌর এলাকার পান্নারপুল গ্রামের প্রবাসী রিপন মিয়ার ছেলে ছামিল(১৭) এবং মুরাদনগর উপজেলার ডালপাড় গ্রামের শামিম মিয়ার ছেলে রিপন(২০)।

রিয়ান, ছামিল, রিপন, কাউছার জানায় তাদের আত্মীয় সর্ম্পকে অত্র কলেজের এক ছাত্রী উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের পরীক্ষায় ৭ বিষয়ে ফেল করে। এ বিষয়ে তার কলেজের শিক্ষক কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি রাতে ফোন দিতে বলেন। হোয়াটঅ্যাপে মেসেজ দিলে তিনি বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। এবং কুমিল্লায় ঘুরতে যাবার কথা ও গোপনে দেখা করার কথা বলেন। এছাড়াও তার কথামত চললে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

তারা অভিযোগ করেন, ছাত্রীরকে অনৈতিক প্রস্তাব দেওয়ার বিষয়ে জানতে কলেজে এসে, কলেজ গেইটে ওই শিক্ষক মো. কামাল হোসেনকে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ এবং হোয়াটঅ্যাপে মেসেজগুলো দেখালে সে দৌড়ে পালিয়ে যেতে চায়। এসময় তার সাথে হাতাহাতি হয়। তাৎক্ষনিক স্থানীয়রা এসে আমাদের মারধর করে কলেজের একটি কক্ষে আটক করে রাখে। তার সাথে থাকা টাকার বিষয় আমরা জানি না। তবে আমাদের সাথের ২ জন মোটর সাইকেল যোগে পালিয়ে যাওয়া সাজেদুল(২৩) সে খলিলপুর গ্রামের কাজী জসিম উদ্দিনের ছেলে ও অপরজন অজ্ঞাত ৪০ হাজার টাকার একটি বাইন্ডেল নিয়ে যায় বলে ফোনে জানায়। আমরা টাকার বিষয় কিছুই জানতাম না।

‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হাসান জানান, আমার কলেজের শিক্ষক ও হিসাব রক্ষক কোন ছাত্রীর সাথে অনৈতিক কোন কাজ বা আচরণ করলে তা কলেজ কর্তপক্ষকে জানাতে পারত। তা না করে সন্ত্রাসী কায়দায় হামলা ও টাকা মোবাইল ছিনতাই করার কথা নয়। পরে জানতে পারি ওই ছাত্রীর প্রেমিক ভাড়াটে সন্ত্রাসী এনে আমার হিসাব রক্ষকের উপর এ হামলা করে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, শিক্ষকের সাথে আমার মেয়েকে জড়িয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ বিষয়ে সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে বসে কর্তৃপক্ষের সাথে সমঝোতায় হয়েছে।

বৃহস্পতিবার দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মঈন উদ্দিন জানান, ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ছাত্রদলের বিরুদ্ধে বহিস্কৃতদের নিয়ে প্রচারনার অভিযোগ

ঢাবি প্রতিনিধিছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকায় ছাত্রদল থেকে বহিষ্কৃতদের নিয়ে ডাকসুর প্রচারণার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) শহিদুল্লাহ হলের বহিষ্কৃত আহ্বায়ক মোসাদ্দেক আল হক...

দাবি পূরণের লিখিত আশ্বাসে অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

ববি প্রতিনিধিআগামী ১৫ দিনের মধ্যে চারটি দাবি পূরণ করা হবে—উপাচার্যের এমন লিখিত আশ্বাসে প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।শুক্রবার...

হল সংসদে ছাত্রদলের প্রার্থীর গবেষণায় অসাধারণ সাফল্য, প্রকাশিত হতে যাচ্ছে বইও

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিজয় একাত্তর হল সংসদে ছাত্রদল মনোনীত পাঠকক্ষ বিষয়ক সম্পাদক প্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশের গবেষণায় অসাধারণ...

আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের খাওয়ানোর অভিযোগ ছাত্রদল-বাগছাস ঐক্যের

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের খাওয়ানোর অভিযোগ উঠেছে ছাত্রদল মনোনীত প্যানেলের  বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী...

সম্পর্কিত নিউজ

ছাত্রদলের বিরুদ্ধে বহিস্কৃতদের নিয়ে প্রচারনার অভিযোগ

ঢাবি প্রতিনিধিছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকায় ছাত্রদল থেকে বহিষ্কৃতদের নিয়ে ডাকসুর প্রচারণার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের...

দাবি পূরণের লিখিত আশ্বাসে অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

ববি প্রতিনিধিআগামী ১৫ দিনের মধ্যে চারটি দাবি পূরণ করা হবে—উপাচার্যের এমন লিখিত আশ্বাসে প্রায়...

হল সংসদে ছাত্রদলের প্রার্থীর গবেষণায় অসাধারণ সাফল্য, প্রকাশিত হতে যাচ্ছে বইও

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিজয় একাত্তর হল সংসদে ছাত্রদল...