বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

দেবিদ্বারে চোর ধরতে গিয়ে হার্টঅ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

-বিজ্ঞাপণ-spot_img

কুমিল্লার দেবিদ্বারে চোর ধরতে গিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দেবীদ্বার পৌর এলাকার নিউমার্কেট চান্দিনা রোড়ের মাথায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মহিউদ্দিন ভূঁইয়া(৬০) দেবিদ্বার থানায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘাইডুলি গ্রামের ভূঁইয়া বাড়ির মৃতঃ সৈয়দুল ইসলাম ভূঁইয়ার ছেলে। 

বুধবার (২৯ জানুয়ারী) বাদ জোহর নিহতের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টায় দেবিদ্বার থানা প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ‘বারুর’ গ্রামের দক্ষিণপাড়া মেহের বক্সের বাড়ির জামে মসজিদে ঢুকে ৩ জন যুবক মসজিদের ফ্যান চুরির চেষ্টাকালে গ্রামবাসীরা তাদের ধাওয়া করে। এসময় দুইজন পালিয়ে গেলেও রুবেল (৩২) নামে এক চোর আটক করে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেন।

চোর সন্দেহে আটক রুবেল দেবিদ্বার পূর্বপাড়া মাটিয়া সমজিদ সংলগ্নের অধিবাসী এবং স্থানীয় সমিলের কর্মচারী নুরুল ইসলামের।

সংবাদ পেয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মো. জয়নাল আবেদীন তার সঙ্গীয় পুলিশ সদস্য মহিউদ্দিন ভূঁইয়া ও আব্দুল আজিজ নামে দুই পুলিশ সদস্যকে নিয়ে বারুর গ্রামে যান এবং সেখান থেকে চোর সন্দেহে আটক রুবেলকে উদ্ধার করে রাত ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, এখানে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে রাত সাড়ে ৯টায় থানায় নিয়ে যাওয়া উদ্দেশ্যে সিএনজিতে উঠার সময় রুবেল দৌড়ে পালিয়ে যায়, তাকে ধরতে তার পিছু পিছু দৌড়ে যান মহিউদ্দিন ভূঁইয়া ও আব্দুল আজিজ। নিউমার্কেট পানবাজারের গলি দিয়ে দৌড়ে চান্দিনা রোডে উঠে যায়। এসময় পুলিশ সদস্য মহিউদ্দিন ভূঁইয়া পা পিছলে আছাড় খেয়ে পড়ে যান। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। 

নিহতের বড় ছেলে জিহাদ জানান, বাবা চলতি বছরের জুলাই মাসে এলপিআরে যাওয়ার কথা ছিল এব সংসারের হাল ধরতে আমি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পরিবারে মা, দুই বোন ও এক ভাই রয়েছে। ছোটভাই মাকসুদুল ইসলাম এসএসসি পরীক্ষার্থী এবং দুই বোন মাধবী ও জান্নাতের বিয়ে হয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. ইব্রাহীম জানান, পুলিশ রুবেল নামে এক আসামীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মহিউদ্দিন নামে এক পুলিশ সদস্য হৃদক্রীয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যান।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, হাত থেকে চোর পালিয়ে যাওয়ায় তাকে দৌড়ে ধরতে গিয়ে পা পিছলে মহিউদ্দিন ভূঁইয়া নামে আমার থানার এক পুলিশ সদস্য পড়ে হার্টঅ্যাটাকে মারা যান। আজ তার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জেলখানা আমার শ্বশুরবাড়ি, থানা বাপের বাড়ি, ধইর‍্যা নিক সমস্যা নাই!’

“পুলিশে দিছে তো কি হইছে, আমার একগাছ বা.. ছিড়া গ্যাছে! জেলখানা আমার শ্বশুরবাড়ি, থানা আমার বাপের বাড়ি; ধইর‍্যা নিয়ে যাক সমস্যা নাই।” ফরিদপুর মেডিক্যাল কলেজ...

ঢাবির ভিসি-প্রক্টর একটি আদর্শে বিশ্বাসী, তাই ছাত্রদলের কথা শুনতে চান না: রিজভী

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম সাম্য ছাত্রদল করতেন বলে সংগঠনটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের বিচার চাইতে গেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য তাদের কথা শুনতে...

আ.লীগের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার (১৫ মে) ঐতিহাসিক ফারাক্কা...

‘২ মিনিটের মধ্যে রুম থেকে বের হোন’, ঢাবি কর্মকর্তাদের ছাত্রদল-বামপন্থিরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনে ‘জোরপূর্বক’ তালা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর বিরুদ্ধে। এমনকি ২ মিনিটের মধ্যে প্রশাসন ভবন থেকে...

সম্পর্কিত নিউজ

‘জেলখানা আমার শ্বশুরবাড়ি, থানা বাপের বাড়ি, ধইর‍্যা নিক সমস্যা নাই!’

“পুলিশে দিছে তো কি হইছে, আমার একগাছ বা.. ছিড়া গ্যাছে! জেলখানা আমার শ্বশুরবাড়ি, থানা...

ঢাবির ভিসি-প্রক্টর একটি আদর্শে বিশ্বাসী, তাই ছাত্রদলের কথা শুনতে চান না: রিজভী

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম সাম্য ছাত্রদল করতেন বলে সংগঠনটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা...

আ.লীগের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত...