বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের জনগণ এবার আওয়ামী লীগের ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল

-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ‘নির্বাচন নির্বাচন’ খেলা শুরু করেছে। এবার আওয়ামী লীগের ফাঁদে দেশের জনগণ পা দেবে না। ‘বারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান’—এবার আর সেটা হবে না।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সম্প্রতি তাঁর দলকে জনসভা করতে বাধা না দেওয়ার বিষয়টি আওয়ামী লীগের নতুন নাটক। বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। আওয়ামী লীগের এই শান্তি সমাবেশের নাম শুনলেই মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর গড়া ‘শান্তি কমিটির’ কথা মনে পড়ে।

বিএনপির মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক দল আরেক দলকে বিশ্বাস করে না। যারা ক্ষমতায় যায়, তারা পরেরবার ক্ষমতায় থাকতে নানাভাবে চেষ্টা চালায়। দেশের রাজনৈতিক সংকট দূর করতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল। বিএনপিকে ক্ষমতায় বসাতে তত্ত্বাবধায়ক সরকার চায় না তাঁর দল। জনগণের অধিকার ফিরিয়ে দিতে, জনগণ নিজের ভোট যেন নিজে দিতে পারে, সে জন্যই এই দাবি জানিয়েছে বিএনপি।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৭৫ সালে নিজের হাতে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে। মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। আওয়ামী লীগের চরিত্রে মধ্যে জমিদারি ভাব রয়েছে। জমিদারি ভাব নিয়েই তারা দেশ শাসন করতে চায়।

মির্জা ফখরুল আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বলেন, “আমার অন্তরে নাকি বিষ!” আওয়ামী লীগ ভিন্নমত সহ্য করতে পারে না। আমার কথায় তাদের গায়ে আগুন লেগে যায়। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, প্রকৃত পক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

আওয়ামী লীগ ভয়ভীতি-ত্রাস ছড়িয়ে দেশের মানুষের মুখ বন্ধ করে রাখছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেশে এত টিভি চ্যানেল, কয়টি গণতন্ত্রের কথা বলে, ভিন্নমত তুলে ধরে? সুশীল সমাজের কেউ টক শোতে কথা বলেন না, পত্রিকায় লেখেন না। দেশের মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে আছে।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক  আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘মডেল মসজিদ চুরির উৎস, ১টি তৈরিতে খরচ ১৬ কোটি টাকা,পাড়ার কমিটি হলে ৩ কোটিতে হয়ে যেত’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতি যে হারে পুনরুদ্ধার হয়েছে, তা একটি 'মিরাকল'। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব...

নাগরিকত্ব পেতে আমেরিকায় চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’!

অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন আনতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন এ নীতির কথা ঘোষণা করেন। এবার আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে...

বিকেলে আত্মপ্রকাশ করছে নতুন ছাত্রসংগঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে সাবেক সমন্বয়কদের উদ্যোগে একটি নতুন ছাত্রসংগঠন আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা আজ (২৬ ফেব্রুয়ারি) বেলা তিনটায়...

আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির এক নেতাকে কুপিয়ে মারলেন আরেক নেতা!

শেরপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এক বিএনপি নেতার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার...

সম্পর্কিত নিউজ

‘মডেল মসজিদ চুরির উৎস, ১টি তৈরিতে খরচ ১৬ কোটি টাকা,পাড়ার কমিটি হলে ৩ কোটিতে হয়ে যেত’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতি যে হারে...

নাগরিকত্ব পেতে আমেরিকায় চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’!

অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন আনতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন...

বিকেলে আত্মপ্রকাশ করছে নতুন ছাত্রসংগঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে সাবেক সমন্বয়কদের উদ্যোগে একটি নতুন ছাত্রসংগঠন আজ আত্মপ্রকাশ...
Enable Notifications OK No thanks