রাজধানীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হোমালিন নামের একটি স্থান, যা ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে অবস্থিত। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সিলেট এবং আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। তবে, বর্তমানে ভূমিকম্পের কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ভূমিকম্পের সময় রাজধানী ঢাকা, সিলেটসহ বেশ কিছু এলাকার বাসিন্দারা অনুভব করেন কম্পন। তবে, ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় এই অঞ্চলের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।