অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়নি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুভেচ্ছা জানাতে এবং ঈদ পুনর্মিলনীর জন্য রাজধানীর বিভিন্ন থানায় পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। এসময়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মন্তব্য সম্পর্কে তিনি কোনো বক্তব্য দিতে চান না বলেও জানান।
তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের নামে হত্যাকাণ্ডের দায়ে নিরীহ ব্যক্তিদের মামলা দেওয়া এবং এজাহারে নাম থাকা সত্ত্বেও জড়িত না থাকার বিষয়েও কথা বলেন। উপদেষ্টা জানান, এ ধরনের ঘটনাগুলি সত্য হতে পারে, এমনকি এমন কিছু ব্যক্তি আছেন যাদের নাম এজাহারে রয়েছে, কিন্তু তারা জড়িত ছিলেন না। কিছু মানুষ এমনও ছিলেন, যারা সেই সময়ে দেশে ছিলেন না।
এদিকে, তিনি আরও বলেন, এ ধরনের ভুল যাতে না হয়, সেজন্য সঠিকভাবে তদন্ত চলছে। শুধু থানার তদন্তের ওপর নির্ভর না করে, আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে যাতে কোনো নিরীহ ব্যক্তির বিরুদ্ধে অবিচার না হয়। একইসাথে, কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না, এমন কঠোর মন্তব্যও করেন তিনি।