29 C
Dhaka
Saturday, September 21, 2024

দেশ এখন চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে:চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট:

দেশ এখন চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে বাংলাদেশের আমীর চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জাতীয় সম্পদের অপরিকল্পিত অপব্যবহারের মাধ্যমে চরম পর্যায়ের বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে দেশের শিল্প-কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়েছে। যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সমস্যাকে কেন্দ্র করে দিন দিন দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাধ্যমে দেশ অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে।

শুক্রবার(৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তন চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাতীয় সীরাত সম্মেলনে চরমোনাই পির এসব কথা বলেন।

নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের নাগরিকদেরও জীবনধারণে হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সুন্নাহকে উপেক্ষা করে রাষ্ট্র ও সমাজ করার কারণেই দেশের সর্বস্তরের নাগরিকদের এসব সমস্যা পোহাতে হচ্ছে। সুন্নাহর আলোকে জাতীয় সম্পদের অপব্যবহার রোধের মাধ্যমে এসব জাতীয় সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়া সীরাতের ওপর ধারাবাহিক আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রধান ফকিহ মুফতি হিফজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রশিদ আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুসাইনুল বান্না, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ গোলাম মাওলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ। 

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...