ইউক্রেন যুদ্ধে দৈনিক রাশিয়ার সামরিক বাহিনীর শত শত সেনা হতাহত হচ্ছে বলেই দাবি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, রাশিয়া ইউক্রেনে যে সেনা হারাচ্ছে এর মধ্যে সহস্রাধিক লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেনও আছে।
শুক্রবার (২২ জুলাই) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন ওই সেনা নাম প্রকাশ না করার শর্তে রিপোর্টারদের বলেন, ওয়াশিংটন আরও বিশ্বাস করে, ইউক্রেনের ভেতরে ১০০ টির বেশি ‘উচ্চ মূল্যের’ রাশিয়ান লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। যার মধ্যে কমান্ড পোস্ট, গোলাবারুদের ডিপো, বিমান প্রতিরক্ষা সাইট রয়েছে।
ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত অন্তত ১৫ হাজার সেনা হারিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪৫ হাজার জন এমনই ধারণা করছে ওয়াশিংটন।
রাশিয়া ও ইউক্রেন কেউ-ই সরকারিভাবে নিজেদের সেনা হতাহতের তথ্য নিশ্চিত করে জানায়নি।
গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে আজ পর্যন্ত টানা ১৪৯ দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।