সোমবার, ১০ মার্চ, ২০২৫

ধর্ষণ রোধে ইসলামের ভূমিকা

তাওহীদ আদনান ইয়াকুব
-বিজ্ঞাপণ-spot_img

সমাজের সবচেয়ে ঘৃণ্য ও বিভীষিকাময় অপরাধগুলোর মধ্যে ধর্ষণ অন্যতম। এটি শুধু একজন নারীর ইজ্জত ও মর্যাদাকে কলুষিত করে না, বরং পুরো সমাজের নৈতিক অবক্ষয় ও মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি হয়ে ওঠে। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের সম্মান, মর্যাদা ও নৈতিকতার সর্বোচ্চ সংরক্ষণ নিশ্চিত করে। তাই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ রোধে ইসলাম কঠোর শাস্তির বিধান করেছে, পাশাপাশি এমন সামাজিক ও নৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলেছে, যাতে এই অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনাই কমে যায়।

ইসলামের দৃষ্টিতে, ধর্ষণ শুধু শরীরের ওপর জুলুম নয়, এটি আত্মা ও মানসিকতার ওপর এক ভয়ংকর আঘাত। তাই ইসলাম ধর্ষণের শাস্তিকে ব্যভিচারের সাধারণ শাস্তির চেয়েও কঠোর করেছে। একই সঙ্গে, এই অপরাধের পথ বন্ধ করতে ব্যক্তি ও সমাজের জন্য শালীনতা, পর্দা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের নীতিমালা নির্ধারণ করেছে। ইসলাম চায় এমন এক সমাজ, যেখানে নারী-পুরুষ উভয়েই নিরাপদ ও সম্মানিত জীবন যাপন করতে পারে, যেখানে নারীর সম্ভ্রম শুধুই আইনের নয়, বরং গোটা সমাজের সম্মানের প্রতীক হিসেবে সংরক্ষিত থাকে।
ইসলামের দৃষ্টিতে ধর্ষণের শাস্তি, প্রতিরোধমূলক ব্যবস্থা ও সামাজিক সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।


১. কঠোর শাস্তির বিধান


ইসলামে ধর্ষণকে ব্যভিচারের চেয়েও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। কুরআনে বলা হয়েছে:
“ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ—তাদের প্রত্যেককে একশত বেত্রাঘাত করো।” (সূরা নূর: ২)
কিন্তু ধর্ষণের ক্ষেত্রে আরও কঠোর শাস্তি নির্ধারিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“যে ব্যক্তি জোরপূর্বক (ধর্ষণের মাধ্যমে) কারো ইজ্জত লুটে নেয়, তাকে হত্যা করা হবে।” (তিরমিজি-১৪৫৪)
খলিফা উমর (রা.)-এর যুগে এক ধর্ষকের বিরুদ্ধে চার সাক্ষী না থাকলেও তার অপরাধ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ থেকে বোঝা যায়, ইসলামে ধর্ষকের জন্য কঠোরতম শাস্তি নির্ধারিত রয়েছে।


২. পর্দার বিধান: সম্ভ্রম রক্ষার দেয়াল


ইসলাম নারী-পুরুষ উভয়ের জন্য শালীন পোশাক ও চরিত্র বজায় রাখার নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন:
“মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা সাধারণত প্রকাশিত হয় তা ছাড়া।” (সূরা নূর: ৩১)
এছাড়া, পুরুষদেরও সতর্ক করা হয়েছে:
“মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। এতে তাদের জন্য পবিত্রতা রয়েছে।” (সূরা নূর: ৩০)


পর্দার এই বিধান কেবল নারীর জন্য নয়, বরং পুরুষের জন্যও প্রযোজ্য। এর ফলে সমাজে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সুযোগ কমে যায় এবং ধর্ষণের সম্ভাবনাও হ্রাস পায়।


৩. অবৈধ সম্পর্কের প্রতি কঠোর নিষেধাজ্ঞা


ইসলাম ব্যভিচারের শুধু শাস্তি নির্ধারণ করেনি, বরং সেই দিকে নিয়ে যায় এমন সব পথ ও মাধ্যম বন্ধ করে দিয়েছে। কুরআনে আল্লাহ বলেন:
“আর তোমরা ব্যভিচারের ধারে-কাছেও যেও না। নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ।” (সূরা ইসরা: ৩২)
এ কারণে, ইসলাম বিজাতীয় নারী-পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ করেছে এবং সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় করার ওপর জোর দিয়েছে।


৪. ন্যায়বিচার ও নারীর সম্মান নিশ্চিতকরণ


ইসলাম নারীকে ভোগ্যবস্তু নয়, বরং সম্মানিত ও মর্যাদাশীল এক সত্তা হিসেবে প্রতিষ্ঠা করেছে। হাদিসে এসেছে:
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের প্রতি সর্বোত্তম।” (তিরমিজি-৩৮৯৫)
ইসলামে নারীর অধিকার যেমন নিশ্চিত করা হয়েছে, তেমনি নারীকে সম্ভ্রমের প্রতীক হিসেবে গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।


৫. মিথ্যা অভিযোগের বিরুদ্ধে শাস্তি


ইসলাম মিথ্যা অপবাদ ও গুজব ছড়ানোকে কঠোরভাবে নিষেধ করেছে। কুরআনে এসেছে:
“যারা সতী-সাধ্বী নারীদের ওপর অপবাদ দেয় এবং চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদের আশি বেত্রাঘাত করো এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করো না।” (সূরা নূর: ৪)
এতে প্রকৃত অপরাধীদের শাস্তির পাশাপাশি মিথ্যা অভিযোগ দাতাদের প্রতিও কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


ধর্ষণ প্রতিরোধে ইসলাম শুধু শাস্তিই নির্ধারণ করেনি, বরং পুরো সমাজব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যাতে ধর্ষণের মতো অপরাধের উদ্ভবই না ঘটে। ইসলাম পর্দা, নৈতিকতা, সামাজিক শৃঙ্খলা, ন্যায়বিচার ও কঠোর শাস্তির সমন্বয়ে এমন একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চায়, যেখানে নারীরা সম্মানের সঙ্গে বসবাস করতে পারে এবং ধর্ষণের মতো পাশবিকতা সমাজ থেকে নির্মূল হয়ে যায়। “যদি সমাজ ইসলামের নির্দেশনা মেনে চলে, তবে ধর্ষণ রোধ করা শুধু সম্ভব নয়, বরং অপরাধী মনোবৃত্তির জন্মই হতে পারবে না।” আল্লাহ তাআলা আমাদের ইসলামী হুকুম মেনে চলার তাওফীক দান করুন। আমীন।


লেখক: তাওহীদ আদনান ইয়াকুব


ফাযেল, দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ,
মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আহলিয়া নশাসন, শরীয়তপুর

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে...

ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১০ই মার্চ) দুপুর...

পাচার করা টাকা ফেরাতে বিশেষ আইন করা হবে: প্রেস সচিব

আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা দ্রুত ফেরত আনতে খুব শিগগিরই বিশেষ আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি...

শিক্ষা মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগের কথা নিশ্চিত করে বলেন, তিনি মন্ত্রিপরিষদ...

সম্পর্কিত নিউজ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর...

ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে...

পাচার করা টাকা ফেরাতে বিশেষ আইন করা হবে: প্রেস সচিব

আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা দ্রুত ফেরত আনতে খুব শিগগিরই বিশেষ আইন করা...
Enable Notifications OK No thanks