গণঅভ্যুত্থানের পর নতুন দেশ এখনো গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের ভয় ২৪ সালেই ভেঙে গিয়েছিল। আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও রাজপথে নামব। জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই দেশকে চলতে হবে। নতুন দেশ এখনো গঠিত হয়নি, নতুন দেশ গঠনের লক্ষ্যে আমরা ময়দানে নেমেছি।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের প্রতিবাদের পাঠ শিখিয়েছে। আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করবই।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা এখনো ভারত থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে।
জুলাই আন্দোলনে গাইবান্ধাবাসীর আত্মত্যাগ এনসিপি চিরকাল স্মরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর গাইবান্ধার উদ্দেশে রওনা হন তিনি। যাত্রাপথে গাড়ি থেকে নেমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কুশল বিনিময় করতে দেখা যায় এনসিপির নেতাদের।