শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে ‘সমঝোতা’

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন, তা প্রায় চূড়ান্ত হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোতে আরও দুটি পদ সৃষ্টি করা হচ্ছে— যার মধ্যে থাকবে ‘জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক’ এবং ‘জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব’। এর আগে, দলের আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক এর মধ্যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।

এই দলের শীর্ষ পদগুলোতে প্রাধান্য পাবেন জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতারা। আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে সকলের সম্মতি রয়েছে। তবে সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম প্রায় নিশ্চিত হয়েছে। তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব।

নতুন দলের আহ্বায়ক হিসেবে যেকোনো সময় নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন। মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দেখা যেতে পারে।

এছাড়া দলের শীর্ষ ছয়টি পদ ছাড়া আরও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম, অলিক মৃ, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

নতুন রাজনৈতিক দলটি ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে পারে, এবং এর আনুষ্ঠানিক ঘোষণা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে। তবে ওইদিন বড় জমায়েতের পরিকল্পনা নেই।

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে, যারা ২৬ ফেব্রুয়ারির আত্মপ্রকাশের জন্য বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছেন। তবে, নতুন দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।

নতুন দলের গঠন প্রক্রিয়ায় বিভিন্ন মতাদর্শের সাবেক ছাত্রনেতারা জড়িত, এবং ইসলামি ছাত্রশিবিরের সাবেক নেতাদের একটি অংশও জাতীয় নাগরিক কমিটিতে সক্রিয়। শিবিরের সাবেক নেতা আরেফীন মোহাম্মদ হিজবুল্লাহ সদস্যসচিব পদ নিয়ে আলোচনায় ছিলেন, তবে সেখানে সমঝোতার ভিত্তিতে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়।

এদিকে, নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশও খুব শীঘ্রই ঘটবে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হবে। এই সংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন ছাত্রসংগঠন আবু বাকের মজুমদার এবং আবদুল কাদেরকে ভিপি ও জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে।

নতুন ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃত্বের মধ্যে রয়েছে আবু বাকের মজুমদার, জাহিদ আহসান, আবদুল কাদের, এবং সানজানা আফিফা অদিতি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম’

শেখ হাসিনার মতো মনস্টারকে এদেশের সোনালি প্রজন্ম হটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) টেডএক্সের একটি...

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল

হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। খবর নিশ্চিত করেছেন হামাসের সামরিক শাখা কাসেম...

অসুস্থ অবস্থায় মঞ্চে বসে যা বললেন জামায়াত আমীর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দুই দফায় অসুস্থ হয়ে...

এসএসসি-এইচএসসি পরীক্ষার খাতা পরীক্ষক ব্যতীত অন্য কেউ দেখলে দুই বছরের জেল

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের শনিবার (১৯ জানুয়ারি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসএসসি-এইচএসসিসহ...

সম্পর্কিত নিউজ

‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম’

শেখ হাসিনার মতো মনস্টারকে এদেশের সোনালি প্রজন্ম হটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস...

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল

হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল...

অসুস্থ অবস্থায় মঞ্চে বসে যা বললেন জামায়াত আমীর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে...