শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে ‘সমঝোতা’

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন, তা প্রায় চূড়ান্ত হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোতে আরও দুটি পদ সৃষ্টি করা হচ্ছে— যার মধ্যে থাকবে ‘জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক’ এবং ‘জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব’। এর আগে, দলের আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক এর মধ্যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।

এই দলের শীর্ষ পদগুলোতে প্রাধান্য পাবেন জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতারা। আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে সকলের সম্মতি রয়েছে। তবে সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম প্রায় নিশ্চিত হয়েছে। তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব।

নতুন দলের আহ্বায়ক হিসেবে যেকোনো সময় নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন। মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দেখা যেতে পারে।

এছাড়া দলের শীর্ষ ছয়টি পদ ছাড়া আরও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম, অলিক মৃ, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

নতুন রাজনৈতিক দলটি ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে পারে, এবং এর আনুষ্ঠানিক ঘোষণা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে। তবে ওইদিন বড় জমায়েতের পরিকল্পনা নেই।

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে, যারা ২৬ ফেব্রুয়ারির আত্মপ্রকাশের জন্য বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছেন। তবে, নতুন দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।

নতুন দলের গঠন প্রক্রিয়ায় বিভিন্ন মতাদর্শের সাবেক ছাত্রনেতারা জড়িত, এবং ইসলামি ছাত্রশিবিরের সাবেক নেতাদের একটি অংশও জাতীয় নাগরিক কমিটিতে সক্রিয়। শিবিরের সাবেক নেতা আরেফীন মোহাম্মদ হিজবুল্লাহ সদস্যসচিব পদ নিয়ে আলোচনায় ছিলেন, তবে সেখানে সমঝোতার ভিত্তিতে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়।

এদিকে, নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশও খুব শীঘ্রই ঘটবে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হবে। এই সংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন ছাত্রসংগঠন আবু বাকের মজুমদার এবং আবদুল কাদেরকে ভিপি ও জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে।

নতুন ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃত্বের মধ্যে রয়েছে আবু বাকের মজুমদার, জাহিদ আহসান, আবদুল কাদের, এবং সানজানা আফিফা অদিতি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সীমান্তে স্থাপনা-বেড়া নির্মাণে যৌথ পরিদর্শন-দলিলের সিদ্ধান্ত

বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন সম্প্রতি ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। ১৭-২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি...

ধর্ম অবমাননাকারী রাখাল ও ধর্ষক আলেপের শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ

আল্লাহ ও রাসুল এবং ধর্ম অবমাননাকারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও...

এক যোদ্ধার মায়ের ভাষ্যে: মেঘের সংগ্রাম ও বিপ্লবের চেতনা

তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন এক মহাকাব্যের মতো, যেখানে ত্যাগ, সংগ্রাম আর বেদনার এক অজানা গল্প বয়ে চলে। বলছিলাম, জুলাই বিপ্লবের এক যোদ্ধার মায়ের...

৫২, ৭১ থেকে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গড়বে ছাত্র-জনতা: সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। ২৪-এর স্পিরিটকে ধারণ করে এবং ৫২ ও...

সম্পর্কিত নিউজ

সীমান্তে স্থাপনা-বেড়া নির্মাণে যৌথ পরিদর্শন-দলিলের সিদ্ধান্ত

বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন সম্প্রতি ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। ১৭-২০...

ধর্ম অবমাননাকারী রাখাল ও ধর্ষক আলেপের শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ

আল্লাহ ও রাসুল এবং ধর্ম অবমাননাকারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন...

এক যোদ্ধার মায়ের ভাষ্যে: মেঘের সংগ্রাম ও বিপ্লবের চেতনা

তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন এক মহাকাব্যের মতো, যেখানে ত্যাগ, সংগ্রাম আর বেদনার এক...
Enable Notifications OK No thanks