নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের (পিআইও) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবপুর পিআইও কার্যালয়ের কার্য সহকারী আরিফুল ইসলাম তুহিন (৩৫) ও আউটসোর্সিং পিয়ন আশিক ভূঁইয়া (২৫)।
শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে পিআইও কার্যালয় থেকে কাবিখা ও টিআর প্রকল্পের ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হয়। বাজেট না থাকায় এর মধ্যে ৮১টি বিল ফেরত আসে।
পরে বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নজরে এলে তারা গোপনে অনুসন্ধান চালায়। এতে সিসিটিভি ফুটেজসহ দুই কর্মচারীর জালিয়াতির প্রমাণ মেলে। তারা ইউএনও এবং পিআইও কর্মকর্তার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে এসব বিলের টাকা নিজেদের একাউন্টে তুলে নেয়।
এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধ স্বীকার করেন এবং মোট আত্মসাৎকৃত ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২ লাখ টাকা পুলিশে জমা দেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসাইন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ পাঠানো হবে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।