শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

নরসিংদীতে ছাত্রদল নেতাদের সংঘর্ষে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

১৮ জানুয়ারি, ২০২৫

নরসিংদীতে ছাত্রদলের নতুন কমিটির নেতা ও পদবঞ্চিত নেতাদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা আশরাফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় এ নিয়ে দুইজন মারা গেলেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, গতকাল সাদেকুর, আজ আশরাফুল— দুজনেই মারা গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এর আগে গুরুতর আহত অবস্থায় গতকাল উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের।

প্রসঙ্গত, নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন দুইজন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ