নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবার সাংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতারা।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের চরআড়ালিয়া গ্রামের এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির আমৃত্যু সভাপতি মো: বাচ্চু মিয়ার ছেলে মামুনুর রশিদ মামুন বলেন, হাসানুজ্জামান বাহিনীর প্রধান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোরশেদ ঈদের দিন মাদক বিক্রি করে। মাদক বিক্রির প্রতিবাদ করায় নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে সন্ত্রাসী মোর্শেদ মিয়া, কেবল সরকার ওরফে কেবল ডাকাত, জিন্নাহ মিয়া, ফখরুদ্দিনসহ ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী ঈদের দিন আমাদের বাড়িঘরে হামলা চালায়।তিনি বলেন, এসময় তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে ১০/১২টি বাড়িঘর ভাঙচুর, ৪টি দোকানে লুটপাট, ঘরে থাকা নগদ ১৬ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এছাড়াও সন্ত্রাসীরা একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময় সন্ত্রাসীদের গুলিতে মোঃ রাকিবুল, সেন্টু ডাক্তার, আক্তার মিয়া, গুলিবিদ্ধ হয়ে মারাত্বকভাবে আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে ঈদের পরের দিন সাংবাদিকরা বাঘাইকান্দি গ্রামে গেলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন এ বিষয়ে নিউজ করার কিছু নেই। এই ঝামেলা আমি শেষ করে ফেলতে পারব, আপনাদের আসতে বলেছে কে চলে যান আর না হলে কঠিন মাইর দিবো , এ বলে তার লোকের নজরদারিতে সাংবাদিকদের জোর করে এলাকা থেকে বের করে দেয় ।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো. কাজল মিয়া, কবির মিয়া, বিল্লাল মিয়া, মিলন মেম্বার, নোয়াব মিয়া ও শাহীন মিয়া প্রমুখ। বক্তাগণ এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র জানান এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।