নরসিংদীর মনোহরদীতে বসতবাড়ির পেছন থেকে রাসেল ভূইয়া (৩০) নামে এক যুবকের বি-বস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মফিজ মুহুরির বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল একই এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে। উপজেলার চালাকচর বাজারে তার মোবাইল টেলিকমের ব্যবসা রয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল বিকেলে রাসেল চালাকচর বাজারে তার মোবাইল টেলিকমের ব্যবসা প্রতিষ্ঠানে যায় কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি সে। তার মোবাইলে বারবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। পরে আজ সকালে মফিজ মুহুরির বাড়ির পেছনে রাসেলের মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় মরদেহের পাশেই পরে ছিল তার পরিধেয় জামা কাপড়।
ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর হত্যাকারী বি-বস্ত্র করে রেখে গেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মনোহরদী থানার উপ-পরিদর্শক শাহিনুর রহমান জানান, ‘সকালে খবর পাই খিদিরপুরে একটি মরদেহ পরে আছে। আমরা সেখান থেকে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহটির দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং বি- বস্ত্র অবস্থায় ছিল।’