নরসিংদীতে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এন্টি-ভ্যালেন্টাইন পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘প্রতিধ্বনি’ এই উদ্যোগ নেয় এবং শনিবার (৮ ফেব্রুয়ারি) নরসিংদী শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়।
সংগঠনটি জানায়, ২০১৪ সালে বাংলাদেশে ১২ লাখ অনিরাপদ গর্ভপাত হয়, যার মধ্যে অবিবাহিত কিশোরীদের গর্ভপাতের হার বিবাহিতদের থেকে ৩৫ শতাংশ বেশি। এই পরিসংখ্যানের আলোকে সংগঠনটি সমাজে অশ্লীলতা ও বেহায়াপনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে।
‘প্রতিধ্বনি’ আরও জানায়, পশ্চিমা সংস্কৃতির প্রভাবের কারণে ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, যার চূড়ান্ত রূপ দেখা যাবে ১৪ ফেব্রুয়ারি। তারা তরুণদের মধ্যে হারাম সম্পর্কের পরিণতি সম্পর্কে সচেতন করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।
এন্টি-ভ্যালেন্টাইন ক্যাম্পেইনটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং ধাপে ধাপে নরসিংদী জেলার সব পাড়া-মহল্লায় পোস্টার লাগানো হবে।