নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব মাদক উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়ার আবু তাহেরের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই থানার গন্ধবপুর এলাকার শাহনুর রহমানের ছেলে মসিউর আলম (২২)।
পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপভ্যানে করে ঢাকায় বড় মাদকের চালান যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট বসানো হয়।
ভৈরবের দিক থেকে আসা কালো রঙের একটি ডিআই পিকআপ চেকপোস্টের কাছাকাছি আসার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘুরে পালানোর চেষ্টা করে। তবে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে।
তল্লাশিতে দেখা যায়, গাড়ির উপরের অংশে রাখা মুরগির খাদ্যের নিচে লুকানো ছিল ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিল, যার বাজারমূল্য প্রায় ৪১ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।