ইউরোপে রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক দিক থেকে প্রভাব রাখা নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন দুটি ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরাই গত মাসে উড়িয়ে দিয়েছি বলে অভিযোগ তুলেছে রাশিয়া।
রাশিয়ার এ অভিযোগ উড়িয়ে দিয়ে লন্ডন জানিয়েছে– ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতা থেকে চোখ সরাতেই মস্কো এখন এমন উল্টোপাল্টা বকছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটা জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় নৌবহরের ওপর ইউক্রেনের ড্রোন হামলা বিষয়ে বক্তব্যের সময় ব্রিটিশ নৌবাহিনীর বিরুদ্ধে গ্যাস পাইপলাইনে ‘সন্ত্রাসী হামলার’ এ অভিযোগ আনেন।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্নায়ুযুদ্ধপরবর্তী সময়ে রাশিয়ার সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে ঠিক সেই সময় নেতৃস্থানীয় একটি ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধে সংবেদনশীল রুশ স্থাপনায় নাশকতা চালানোর অভিযোগ কররে রুশ প্রশাসন। তবে এই হামলা নিয়ে কোনো ধরনের প্রমাণ দেখায়নি মস্কো।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ নৌবাহিনীর যে ইউনিট নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইন উড়িয়ে দিয়েছে, সেই একই ইউনিটের বিশেষজ্ঞদের নির্দেশনায় ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহরের ওপর ড্রোন হামলা হয়েছে।
এই হামলা প্রতিহত করেছে দাবি রুশ বাহিনীর; তবে একটি মাইন সরানোর জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ নৌবাহিনীর একই ইউনিটের প্রতিনিধিরাই চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে সন্দ্রাসী হামলা চালিয়ে নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে।