শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

নাইকো দুর্নীতি মামলায় বিচার শুরু খালেদা জিয়ার

১৮ জানুয়ারি, ২০২৫, ০৭:১৪ অপরাহ্ণ

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসাথে আগামী ২৩ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত

রবিবার (১৯ মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন।

এর মধ্য দিয়ে নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এ মামলায় খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। মামলার আসামি খন্দকার শহীদুল ইসলাম, সি এম ইউছুফ হোসাইন ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া আসামি সেলিম ভূঁইয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

মামলার এজহার সূত্রে জানা যায়, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির করে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ