বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নাটোরে আল্লাহর সম্পর্কে কটূক্তি করায় শাস্তির দাবিতে বিক্ষোভ, অভিযুক্ত কর্মচারী প্রত্যাহার

হযরত আলী জেলা প্রতিনিধি নাটোর
-বিজ্ঞাপণ-spot_img

ফিলিস্তিন ইস্যুতে নাটোরের বাগাতিপাড়ায় মহান আল্লাহ সম্পর্কে কটুক্তি করায় হারুনর রশিদ নামের এক সরকারী কর্মচারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছেন তৌহিদী জনতা।

গত সোমবার রাত প্রায় ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সামনে মালঞ্চি বাজারে এ ঘটনা ঘটে। এবং রাত ১১ টা পর্যন্ত এ প্রতিবাদ কার্যক্রম চলে। হারুনর রশিদ বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন।

তবে এ ঘটনার পর তাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, গত রাত প্রায় নয়টার দিকে মালঞ্চি বাজারে কিছু মানুষ ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ধ্বংসের বিষয়ে আলোচনা করছিলেন। সেই সময় হারুনর রশিদ মহান আল্লাহকে উদ্দেশ্য করে নানা গালমন্দ ও কটূক্তি করেন। এরপরই উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে হারুনর রশিদকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। এবং বিক্ষুব্ধ জনতা বিষয়টি ইউএনও মহোদয়কে আবহিত করেন। তারপর তৌহিদী জনতার রাত প্রায় ১০ টার দিকে মালঞ্চি বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এবং মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় বক্তব্য দেন স্থানীয় মুজাহিদুল ইসলাম ও এসএম হাসান জাহিদ বাবু নামের দুইজন। তাঁরা প্রশাসনের নিকট হারুনুর রশিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এবং দ্রুত শাস্তির ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

এ ঘটনায় আজ(৮ এপ্রিল) সকালে তৌহিদা জনতা পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগাতিপাড়া মডেল থানার স্ব স্ব দপ্তরে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেন, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান,জাতীয় নাগরিক কমিটির বাগাতি পাড়ার নেতা মনজুরুল কবির বাবুল,বাগাতিপাড়া শিবিরের সভাপতি মিঠু সরকার ও সাধারণ সম্পাদক শাহিন ইসলামসহ মালঞ্চি বাজারের ও স্থানীয় জনতা।

স্বারকলিপি প্রদানকালে উপজেলা নির্বাচন অফিসের স্টাফ শাহিনুর রহমান ও উপজেলা পরিষদের স্টাফ সোহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় লিখত অভিযোগ এখনো হয়নি। এবং উপজেলার পরিবেশ ভালো রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। আর তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগও পেয়েছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকতা ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অভিযোগকারীরা তাঁর নিকট এসেছিলেন। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগও পেয়েছি। ঘটনা সংশ্লিষ্ট বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। বুধবার বিকেলে ঢাকায়...

ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে যে কথা হলো জামায়াত আমিরের

বাংলাদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

এবার ‘রেল ব্লকেড’র ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে ‘রেল ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়ে সড়ক ছেড়েছেন ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর...

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত এনসিপির

দেশের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মার্কিন...

সম্পর্কিত নিউজ

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে...

ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে যে কথা হলো জামায়াত আমিরের

বাংলাদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি...

এবার ‘রেল ব্লকেড’র ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে ‘রেল ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়ে...