নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে নাটোরের লালপুরে আওয়ামী লীগ-ছাত্রদলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে।
এ ঘটনা আহতরা হলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, তার নাতি জয়, জিয়াদ ও ছাত্রদল কর্মী সাগর। আহতদের মধ্যে জিয়াদ এ মুহূর্তে রাজশাহী জেলার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগকর্মী জয় তার ফেসবুকে একটি পোস্ট দেন। এ ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ওই ছাত্রলীগকর্মীকে মারধর করে। পরে জয়ের স্বজনরা একত্রিত হয়ে সুইটকে ধাওয়া দেয়। পরে সুইট তার নেতাকর্মীদের একত্রিত করে রঘুনাথপুরে আওয়ামী লীগ সমর্থকের তিন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এসময় তাদের মারপিটে ৫ জন আহত হন।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, ফেসবুকে পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি একটি বাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জা্মান বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।