নাটোরে হত্যাসহ ১৩ টি মামলার পলাতক যুবলীগ নেতা শরিফুল ইসলাম কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (০১ মার্চ) দিবাগত রাতে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানা পুলিশ কর্মকর্তা ( ওসি) মাহবুব রহমান সাংবাদিকদের কাছে নিশ্চিত করে বলেন, বড় হরিশপুর এলাকায় আত্মগোপনে ছিলো শরিফুল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
শরিফুল আওয়ামী লীগ সরকারের সময়ে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের সন্ত্রাসী বাহিনীর অন্যতম নেতা ছিলেন। কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি সহ জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের উপর হামলা এবং নির্যাতনের মামলা রয়েছে তার বিরুদ্ধে ।
রোববার দুপুরে তাকে নাটোর জেলা আদালতে পাঠানো হয়েছে।