নাটোর চিনিকলে নাইট গার্ডদের বেঁধে রেখে প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নাটোরের পুলিশ সুপার মোঃ আমজাদ হুসাইন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার(২ আগস্ট) দিবাগত রাতে শহরের হুগলবাড়িয়ায় অবস্থিত চিনিকলে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। তবে কি পরিমাণে মালামাল লুট হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। তবে
উল্লেখযোগ্য লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে, মিল হাউজ গান মেটাল জার্নাল ১০ টি বিয়ারিং। প্রতিটি বিয়ারিং এর ওজন ১৬০ কেজি যার মূল্য ৪৫ লক্ষ টাকা, ইলেকট্রিক্যাল তার সহ বিভিন্ন প্রকার মালামাল প্রায় ১০ লক্ষ টাকা, ৩০০ কেজি বিভিন্ন সাইজের ব্রাশ, ল্যাপটপ ১০টি মূল্য ৭ লক্ষ ৫০ হাজার, বিভিন্ন পাম্পের ইম্পেরাল ব্রাশ ৮ পিস ৪ লক্ষ টাকা, ওয়েল্ডিং কেবল একটি ২ লক্ষ ৫০ হাজার টাকা, মিল হাউজ স্ক্রিন্ড জুস পাম্প ২টি ৬ লক্ষ টাকা, আলমারির ব্যবহৃত প্রয়োজনীয় টুলস ৫ লক্ষ টাকা, মোলাসেস পাম্পের ষ্টার ও রোটর ব্রাশ দুইটি দুই লক্ষ , সিরাপ পাম্প ১পিস তিন লক্ষ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে।
নাটোর সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, নাটোর সুগার মিলের পিছনের ফটক দিয়ে গত শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ২০-৩০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মিলের ভিতরে প্রবেশ করে। এসময় নিরাপত্তা নৈশপ্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে মিলের বয়লায় হাউজের মধ্যে আটকিয়ে রাখে। পরে ডাকাত দল কারখানার তালা ভেংগে মিল হাউজের গান মেটাল জার্নাল বেয়ারিংসহ ওয়ার্কসপ হাউজের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে বের হয়ে যায়। পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে। খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায়। প্রাথমিকভাবে তিনি জানান ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। মিলের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কি না। এই বিষয়েও তদন্ত কার্যক্রম শুরু করেছি।
প্রকৃত এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত আমরা বের করতে সক্ষম হবো। এ ঘটনায় আমরা কয়েকজনকে হেফাজতে নিয়েছি। তদন্তে সাপেক্ষে পরবর্তীতে আপনাদের জানাবো। তদন্তের পর কি পরিমান মালামাল লুট হয়েছে তা জানা যাবে।