শুক্রবার, ৯ মে, ২০২৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুর এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৫ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন—সজিব, রাকিব ও শাওন।

এছাড়া লাশ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম জর্জ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে অর্থদণ্ডের টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাকারে জমা দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে আলী আকবর (২২) এবং মো. রিয়াজের (২২) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

রায় ঘোষণার আগে কারাগারে থাকা তিন আসামি রাকিব, রিয়াজ এবং শাওনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে দণ্ডিত রাকিব এবং শাওনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। দণ্ডিত সজিব পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

জানা যায়, ২০২২ সালের ১১ জুন কেরানীগঞ্জ মডেল থানাধীন আঁটিবাজার এলাকায় পুলিশের টহল ডিউটি চলাকালে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পায়, কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুর জামে মসজিদের সামনে পুকুরের পানিতে একজন নারীর মরদেহ পানিতে ভাসছে। পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ মামলা দায়ের করে। তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে তার পরিচয় শনাক্ত করে। ভিকটিমের বান্ধবী বৃষ্টি আক্তার সাক্ষী হিসেবে আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, এটা তার বান্ধবী মারিয়ার মরদেহ। পরে পুলিশ শাওনকে গ্রেফতার করে। শাওন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। সেখানে জানায়, তিনিসহ মো. রাকিব, মো. সজিব, মো.আলী আকবর মিলে ভিকটিম মারিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে পশ্চিম বামনসুর জামে মসজিদের পানিতে ফেলে রাখে। পরে রাকিব এবং সজিব গ্রেফতার হয়। তারাও একই কথা বলে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক অলক কুমার দে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটি বিএনপির বক্তব্যের বিষয় নয়: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটি বিএনপির বক্তব্যের বিষয় নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন...

ফেস দ্যা পিপল সম্পাদক সাইফুর সাগরের প্রত্যাবর্তন, সংবর্ধনায় উচ্ছ্বাস

জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফেস দ্যা পিপলের সম্পাদক ও পরিচালক সাইফুর সাগর দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে এই উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই উচ্চ বিদ্যালয়ের...

প্রস্তুত হচ্ছে মঞ্চ, বাদ জুমা রাজপথে নামার ডাক হাসনাতের

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর যমুনার সামনে আন্দোলন জোরালো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে চলমান অবস্থান কর্মসূচিতে তৈরি হচ্ছে একটি মঞ্চ। আন্দোলনের...

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা, যোগ দিলো জামায়াত

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার (৯...

সম্পর্কিত নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটি বিএনপির বক্তব্যের বিষয় নয়: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা,...

ফেস দ্যা পিপল সম্পাদক সাইফুর সাগরের প্রত্যাবর্তন, সংবর্ধনায় উচ্ছ্বাস

জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফেস দ্যা পিপলের সম্পাদক ও পরিচালক সাইফুর সাগর দেশে ফিরেছেন। বৃহস্পতিবার...

প্রস্তুত হচ্ছে মঞ্চ, বাদ জুমা রাজপথে নামার ডাক হাসনাতের

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর যমুনার সামনে আন্দোলন জোরালো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির...