সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকার নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে, যার জন্য তাদের নিজেদের সাহসী পদক্ষেপ নিতে হবে।
শনিবার ‘ভ্রমণকন্যা- ট্রাভেলেটাস অফ বাংলাদেশ এর জেন্ডার ইকুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (জিইইপি) বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই সব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘লিডারশিপ বুট-ক্যাম্প অ্যান্ড পিস কনসার্ট ১.০’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে প্রথম নারী-কেন্দ্রিক ভ্রমণ সংস্থা হিসেবে ২০১৬ সালের নভেম্বরে ‘ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অফ বাংলাদেশ’এর যাত্রা শুরু হয়।
ভ্রমণের পাশাপাশি তারা বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা কৌশল, নারীর স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ, বয়ঃসন্ধিকালীন সমস্যা প্রভৃতি বিষয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ সাহসী ও উল্লেখযোগ্য পদক্ষেপগুলো নেয়ার জন্য এবং নারীরা অনুসরণ করতে পারে এমন দুর্দান্ত উদাহরণ স্থাপনের জন্য ভ্রমণকন্যা দলকে অভিনন্দন জানিয়েছেন।
ভ্রমণের গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বাংলাদেশের রয়েছে ৫০০ এর অধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভ্রমণকন্যাসহ পর্যটকদের এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করার আহ্বান জানাই।
‘ইন্ড রেসিজম, বিল্ড পিস’স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
এতে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন-বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের ডিআইজি শামীমা বেগম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (উপসচিব) রেহনুমা সালাম খান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশ’র ইয়ুথ কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, মাসিক ব্যঙ্গধর্মী ম্যাগাজিন ‘আনম্যাড’ এর সহকারী সম্পাদক মোরশেদ মিশু এবং চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।