২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৫০ ওভারের বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। ভারতের চারটি শহর এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ মোট পাঁচটি ভেন্যুতে হবে বিশ্বকাপ।
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে—এম. চিন্নাস্বামী স্টেডিয়াম (বেঙ্গালুরু), এ.সি.এ. স্টেডিয়াম (গৌহাটি), হোলকার স্টেডিয়াম (ইন্দোর), ভিসিএ স্টেডিয়াম (বিশাখাপত্তনম), আর. প্রেমদাসা স্টেডিয়াম (কলম্বো)।
এই বিশ্বকাপে অংশ নেবে— ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি হবে ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে। যেখানে স্বাগতিক ভারত অংশ নিচ্ছে। দীর্ঘ ১২ বছর পর নারী ক্রিকেট বিশ্বকাপ ফিরছে ভারতীয় উপমহাদেশে, ফলে ঘরের মাঠে ভারতের জন্য এটি হতে যাচ্ছে এক দারুণ সুযোগ।
প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর, গুয়াহাটি অথবা কলম্বোতে। পরদিন, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। আর ২ নভেম্বর, রোববার ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে বেঙ্গালুরু অথবা কলম্বো।