নতুন রাজনৈতিক দল গঠনের খবর পুরনো, তবে এখন নিশ্চিত করা হয়েছে, নতুন দলের নেতৃত্ব গ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলটি আসছে চলতি মাসেই, আর এর আগে সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। তবে, সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করবেন না। তারা নির্বাচনের সময়ের কাছাকাছি পদত্যাগ করবেন বলে জানা গেছে।
গত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে গণ-অভ্যুত্থান শুরু হলে ছাত্রদের নেতৃত্বে নতুন একটি দলের গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি গঠন শুরু করে এবং জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠা করা হয়। এই নাগরিক কমিটি থানা পর্যায় পর্যন্ত বিস্তৃত হচ্ছে। নতুন দলটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে, এবং প্রথম দিকে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটাই স্বাভাবিক ঘটনা, এবং বর্তমান সরকারের আমলেও কিছু নতুন দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে এমন উদ্যোগগুলো খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি রাজনীতিতে বড় ধরনের প্রভাব সৃষ্টি করতে পারবে কি না।