বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজ হওয়ার আগে মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷
শুক্রবার(১১ নভেম্বর) দুপুরে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে জানিয়েছেন,নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (চনপাড়া বস্তি) এলাকায় সর্বশেষ তার মোবাইল ফোনের সিগনাল পাওয়া গেছে।
তিনি বলেন, চনপাড়ায় ফারদিনের মোবাইল ফোনের সিগনাল পাওয়া যায় গত ৪ নভেম্বর রাত ১১টার দিকে। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।
জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করে যাচ্ছে৷ ফারদিনের বন্ধু বুশরার ভাষ্য মতে, রাত ১০টায় ফারদিন তাকে রামপুরা এলাকায় নামিয়ে দেয়৷ এরপর ফারদিনের মোবাইল ফোনের লোকেশন ছিল কেরানীগঞ্জ, ডেমরা ও চনপাড়ায়৷
তিনি বলেন, ফারদিন নিজেই চনপাড়ায় এসেছিল নাকি তার মোবাইল ফোনটি কেউ নিয়ে এসেছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ ফারদিনকে এখানেই খুন করা হয়েছে কি না সে বিষয়েও তদন্ত চলছে৷
এর আগে গত শনিবার(৪ নভেম্বর) রাতে ফারদিন নিখোঁজ হন। পরদিন তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর বুধবার ভোর রাতে ফারদীন নূর পরশের বাবা বাদী হয়ে রামপুরা থানায় হত্যা মামলা করেছেন। সেই মামলায় ফারদিনের বান্ধবী আয়াতুল্লাহ বুশরাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।