শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, হত্যা করা হয়েছে দাবিতে ভাঙচুর

শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট কুটিরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো. শামীম শেখ (২৬)। তিনি কুটিরচর এলাকার সাইফুল শেখের ছেলে।

এলাকাবাসী ও স্বজনদের দাবি, গত বুধবার থেকে শামীম নিখোঁজ ছিলেন। তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। নিখোঁজ হওয়ার পর তিন দিন ধরে সন্ধান করে বাড়ির পাশে এসিআই ফুড মিলের পিছনের ডোবায় তার লাশ দেখতে পান স্বজনেরা।

শামীমের বোনের দাবি করেছেন, চোর সাজিয়ে এসিআই ফুড মিল কর্তৃপক্ষ শামীমকে পিটিয়ে ও পরে অর্ধেক পুড়িয়ে হত্যা করে পাশের ডোবাতে ফেলে দিয়েছে। এ ঘটনা প্রচার হলে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মিলের গেট ভেঙে ভেতরে ভাঙচুর চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর টিম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে পরিস্থিতি শান্ত করে। পরে নিহত শামীমের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে এসিআই মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

কামারখন্দ থানার সার্কেল এসপি রবিউল ইসলাম বলেন, আমরা বেলা ১ টার দিকে জানতে পেরেছি এসিআই ফুড ইন্ডাস্ট্রির পিছনের পুকুর থেকে একটা লাশ পাওয়া গেছে এবং এর সূত্র ধরে এসিআই ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটেছে। খোজ পাওয়ার সাথে সাথে এখানে হাজির হই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এখনো কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। পরবর্তীতে তদন্তের স্বার্থে যে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

“ভারততে ধমক দেওয়ার জন্য বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অন্তবর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের প্রতিবেশী...

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উথলী রেল স্টেশন...

নিষেধাজ্ঞা অমান্য করে কুবির নতুন ক্যাম্পাসে সিএসই বিভাগের ভ্রমণ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন নতুন ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বাসযোগে সেখানে ভ্রমণের ঘটনা ঘটেছে। প্রশাসন বলছে, এ বিষয়ে...

“যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তবে যোগ্য নেতা পাবেন না”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশের ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি...

সম্পর্কিত নিউজ

“ভারততে ধমক দেওয়ার জন্য বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে...

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ...

নিষেধাজ্ঞা অমান্য করে কুবির নতুন ক্যাম্পাসে সিএসই বিভাগের ভ্রমণ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন নতুন ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও...