পুরো দেশেই বইছে নির্বাচনী হাওয়া। উত্তপ্ত হতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গন। ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইছে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে। অন্যদিকে বিএনপির প্রত্যাশা তত্ত্বাবধায়ক সরকার।
এই দোলাচলের মাঝেই নির্বাচনকালীন সরকারের আভাস দিয়ে দিলে। সরকারের আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী জানান, নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার।
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।
এর আগে, গত ১৭ অক্টোবর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে এটা প্রধানমন্ত্রীর ডিসক্রিশন (ইচ্ছাধীন)। তিনি বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) চাইলে ছোটও করতে পারেন, প্রয়োজন মনে করলে যেভাবে আছে, সেভাবেও থাকতে পারে।”
সেদিনই আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময়ে প্রয়োজন। যদি তার সবাইকে প্রয়োজন থাকে, সবাই থাকবেন।