শুক্রবার, ২ মে, ২০২৫

নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যদি আবার ফ্যাসিবাদের কোনোভাবে উত্থান ঘটে, তাহলে কেউ বাঁচতে পারবেন না। তাই ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব গণতান্ত্রিক শক্তিকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার(১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে আয়োজিত শোভাযাত্রার নেতৃত্ব দেন রিজভী। শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডে জেলা বিএনপির কার্যালয়ের এসে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, পালিয়ে থেকেও দেশে হত্যার রাজনীতি অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। ২৬২ জনকে হত্যার হুমকি দিয়ে দেওয়া তাঁর বক্তব্য ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে, ভয়াবহ ওই হুমকির কণ্ঠ শেখ হাসিনারই। একটি কথা মনে রাখতে হবে—এই দেশে যদি আবারও ফ্যাসিস্ট ফিরে আসে, তাহলে কেউই রেহাই পাবে না। দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে মানবিক করিডর দিতে চাইছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে, সে ধরনের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক।

তিনি বলেন, ‘বর্তমানে দেশে নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এ অবস্থায় শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে সম্পন্ন করা প্রয়োজন। তা না হলে দেশে আবার ভয়াবহ ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ প্রতিহত করতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক, সহ–বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ভারতের যেকোনো দুঃসাহসের কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে। বৃহস্পতিবার (১ মে) দেশটির পাঞ্জাব প্রদেশে টিলা ফিল্ড...

ফতুল্লার পাগলা বাজারে ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ৪ রাউন্ড গুলি

নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় চাঞ্চল্যকর এক গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১লা মে) রাত ৮ টার দিকে আফসার করিম প্লাজার সামনে দুর্বৃত্তরা সিটি ব্যাংকের পাশ...

ঝালকাঠিতে ১৪ টি গাঁজা গাছসহ আটক ২ যুবক

ঝালকাঠির নলছিটিতে ১৪ টি গাঁজা গাছসহ জুয়েল হাওলাদার (৩২) ও হৃদয় মোল্লা (১৯) নামের দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১...

সাংবাদিক হেনস্তার অভিযোগ ইবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দৈনিক বাংলা'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাকিব আসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে...

সম্পর্কিত নিউজ

ভারতের যেকোনো দুঃসাহসের কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত ও কঠোর জবাব...

ফতুল্লার পাগলা বাজারে ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ৪ রাউন্ড গুলি

নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় চাঞ্চল্যকর এক গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১লা মে) রাত ৮...

ঝালকাঠিতে ১৪ টি গাঁজা গাছসহ আটক ২ যুবক

ঝালকাঠির নলছিটিতে ১৪ টি গাঁজা গাছসহ জুয়েল হাওলাদার (৩২) ও হৃদয় মোল্লা (১৯) নামের...