সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, খালেদা জিয়া এখন শারীরিকভাবে সুস্থ আছেন এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মিন্টু বলেন, “আমাদের নেত্রীও এবার নির্বাচনে অংশ নেবেন। ইনশাআল্লাহ, সুষ্ঠু ভোট হলে আমরা জয়ী হব।”

তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হতে পারে। এমনকি জানুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হতে পারে বলে মত দেন মিন্টু।

তিনি বলেন, “সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলছে। যদি সেখানে কেয়ারটেকার ব্যবস্থা পুনরায় চালু হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকারে রূপ নিতে পারে। নিয়ম অনুযায়ী, তখন ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।”

আওয়াল মিন্টু দাবি করেন, বিএনপি হঠাৎ করে নির্বাচনে যেতে চায়নি। দীর্ঘদিন ধরেই দলটি নির্বাচন চেয়ে আসছে। “বিগত ১৯ বছর ধরে আমরা আন্দোলন, সংগ্রাম, নিপীড়ন, মামলা ও কারাভোগ সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ নির্বাচন চাই, সেটা ঠিক নয়। ২০০৬ সাল থেকেই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।”

তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি। ২০০৬ সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই। নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। কারণ জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে সরকার ভালো কাজ করবে না।”

তার মতে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হয় না। আর সুষ্ঠু নির্বাচনই পারে সেই সরকার প্রতিষ্ঠা করতে। এজন্য বিএনপি চায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

সম্পর্কিত নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...