ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষ থাকবে। আপনারা ১৭ তারিখের নির্বাচন দেখেন আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কিনা, যদি না পান তখন আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।
মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় জানতে চাইলে– ধনী এলাকা হিসেবে ঢাকা-১৭ আসনের আসনকে বেশি গুরুত্ব দেয়া হবে কিনা– জবাবে তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা দেখি ধনী-গরিব সব এলাকা আমার কাছে সমান। কোথাও ঝুঁকি বেশি আবার কোথাও ঝুঁকি কম থাকে সেই হিসেবে ফোর্স কোথাও বেশি আবার কোথাও কম দিতে হয়।
খন্দকার গোলাম ফারুক বলেন, এ ধরনের একটা ছোট্ট নির্বাচন করার মত সক্ষমতা আমাদের ডিএমপির আছে। আমাদের ফোর্স আছে, দক্ষতা আছে। আমরা নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর যা যা করণীয় আমরা করবো।
‘নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করতে চায়। আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব’, জানান ডিএমপি কমিশনার।