কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের মাঝেই দেশের আরো বেশ কিছু ইউনিয়ন পরিষদেও হয়েছে নির্বাচন। আপাতদৃষ্টি কাজী হাবিবুল আউয়াল কমিশনের প্রথম নির্বাচনে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোটগ্রহণ। তবে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে। নির্বাচনে হেরে পরাজিত প্রার্থীর সমর্থকদের মারধরের শিকার হয়েছেন এক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মোগরাপাড়া ইউপি নির্বাচনের ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপীর দরগা কেন্দ্রে ইভিএম জালিয়াতির অভিযোগ এনে প্রিজাইডিং অফিসারের উপর চড়াও হন পরাজিত প্রার্থী আবু তাহের এবং তার সমর্থকরা। তার সঙ্গে আরো যোগ দেন ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেয়া আল মাহবুব।
তাদের অভিযোগ, ভোটাররা ব্যাপক উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে এলেও ইভিএম এর কারণে ভোটগ্রহণ অনেকাংশে ধীরগতির হয়ে পড়ে।
পরে ফলাফল প্রকাশিত হলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে ব্যাপক মারধর করেন উত্তেজিত প্রার্থী এবং সমর্থকরা। তারা ফখরুলের শার্ট এবং চূড়ান্ত ফলাফলের চার্ট ছিঁড়ে ফেলেন। ভিডিওতে দেখা যায়, হাতে মারধরের পাশাপাশি একাধিকবার লাঠি দিয়েও প্রিজাইডিং অফিসারকে আঘাত করা হয়।
একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় পরাজিত প্রার্থী আল মাহবুব এবং তার এক সমর্থককে আটক করে পুলিশ।