আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে প্রার্থিতা বাতিলের পর আপিল করেন তিনি। গত রোববার শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
হিরো আলম নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৭ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করব।’
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হিরো আলমের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে প্রার্থিতা বাতিলের পর আপিল করেন তিনি। গত রোববার শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
হিরো আলম নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৭ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করব।’
গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে স্বাক্ষর না করাসহ নানা ত্রুটির কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। পরে প্রার্থিতা ফিরে পেতে এক সপ্তাহ আগে ইসিতে আপিল করেছিলেন হিরো আলম। রোববার তাঁর আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
হিরো আলমের পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান।