মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নির্বাচন সামনে রেখে কঠোর নিরাপত্তা পরিকল্পনা সরকারের, ইউটিউবারদের প্রতি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ শুরু করেছে।

সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং প্রশাসনিক প্রস্তুতির ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বৈঠকে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে দেড় লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত।

বিফ্রিংয়ে আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে প্রায় ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে। মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সেনা সদস্যরা ইতোমধ্যেই গত ৫ আগস্ট থেকে মাঠে সক্রিয় আছেন এবং তাদের বিচারিক ক্ষমতাও রয়েছে।

নির্বাচন ঘিরে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার একটি ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের চিন্তাভাবনা করছে।

“এই সেন্টারটি খুব দ্রুত গুজব শনাক্ত ও প্রতিরোধ করবে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে,” বলেন জানানআজাদ।

তিনি বলেন, এই কেন্দ্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিবাচক ও তাৎক্ষণিক কর্মকাণ্ড প্রচারে সাহায্য করবে, যেগুলো বর্তমানে প্রচার না পাওয়ায় অনেক সময় অজ্ঞাতই থেকে যায়।

এছাড়া নতুন করে গঠিত জাতীয় নিরাপত্তা কমান্ড কাঠামোর অধীনে একটি মিডিয়া উইং প্রতিষ্ঠার প্রস্তাবও আলোচনায় এসেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং এবং তাৎক্ষণিক তথ্য প্রকাশে সহায়ক হবে।

উপপ্রেস সচিব এ সময় ইউটিউবার ও অনানুষ্ঠানিক কনটেন্ট নির্মাতাদের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, অনেকেই সংবাদ সংগ্রহে গিয়ে ন্যূনতম পেশাদার আচরণ না মেনে চলায় প্রশিক্ষিত সাংবাদিকদের কাজে বিঘ্ন ঘটছে। এই প্রবণতা বন্ধ না হলে, আমরা বাধ্য হয়ে তাদের জন্য আলাদা নির্দেশনা দিতে পারি।

তিনি আহ্বান জানান, যেন সংবাদ সংগ্রহের মৌলিক নীতিমালা জেনে ও মান্য করে দায়িত্বশীল আচরণ করেন, বিশেষ করে দুর্যোগ বা রাজনৈতিক সংবেদনশীল পরিস্থিতিতে।

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের কয়েকটি অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হলেও গোয়েন্দা সংস্থাগুলো পূর্বাভাস দিতে না পারায় সমালোচনা হয়। এ প্রসঙ্গে আজাদ জানান, সরকার ইতিমধ্যে একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে। ভবিষ্যতে এমন ব্যর্থতা এড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সমন্বিতভাবে এবং আগেভাগেই তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্ভাব্য “হটস্পট” — যেখানে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে — সেসব এলাকা দ্রুত চিহ্নিত করতে বলা হয়েছে। এসব এলাকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন কেন্দ্রে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায়।

নির্বাচনপূর্ব প্রশাসনিক রদবদল নিয়েও বৈঠকে আলোচনা হয়।

‘সার্বিকভাবে নয়, শুধুমাত্র যেখানে প্রয়োজন সেখানেই রদবদল হবে বলে জানান উপ প্রেস সচিব।

দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কনসেনসাস কমিশনের রাজনৈতিক সংলাপ এবং ট্যারিফ বিষয়ক আলোচনা উঠে আসে বলে জানান প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “সরকার সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি মেনে চলছে এবং নির্বাচনী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

এদিন রাতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ট্যারিফ সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনের শেষদিকে প্রেস সচিব আশা প্রকাশ করেন যে সেনাবাহিনী, পুলিশ এবং সিভিল প্রশাসনের মধ্যে শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে দেশ একটি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এনজিও থেকে লক্ষ টাকার ঋণ,পাওনাদের চাপে কৃষকের আত্মহত্যা

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধিরাজশাহীর মোহনপুরে ঋণগ্রস্থ হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত কৃষকের নাম আকবর হোসেন। তিনি মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের লুকমানের পুত্র।নিহতের...

বাম ছাত্র জোটের আংশিক প্যানেল ঘোষণা, ভিপি ইমি জিএস মেঘমল্লার

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক প্যানেল ঘোষণা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত জোট গনতান্ত্রিক ছাত্রজোট।সোমবার (১৮ আগষ্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ...

মনোনয়ন ফরম নেয়ার আগেই আচরণবিধি লঙ্ঘন করলেন ছাত্রদল নেতা হামিম

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কবি জসিমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর...

ফেনীর আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীরা

জুবায়ের আল মুজাহিদ, ফেনী প্রতিনিধিফেনীর আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার সকালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে...

সম্পর্কিত নিউজ

এনজিও থেকে লক্ষ টাকার ঋণ,পাওনাদের চাপে কৃষকের আত্মহত্যা

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধিরাজশাহীর মোহনপুরে ঋণগ্রস্থ হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত কৃষকের...

বাম ছাত্র জোটের আংশিক প্যানেল ঘোষণা, ভিপি ইমি জিএস মেঘমল্লার

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক প্যানেল ঘোষণা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর...

মনোনয়ন ফরম নেয়ার আগেই আচরণবিধি লঙ্ঘন করলেন ছাত্রদল নেতা হামিম

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আগেই আচরণবিধি...