সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের প্রায় ৮জন আহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বেলকুচি উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।
এরই জের ধরে শনিবার ইফতারের আগ মুহূর্তে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের ৮জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হয়।
রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া উভয় পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে।