দীর্ঘ কয়েক আসর পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল অজানা। বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সাথেই খেলতে হতো তাদের। এবার সেই অনিশ্চয়তা কাটলো।
আগামী ২৪ অক্টোবর টাইগারদের বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচের প্রতিপক্ষ এ গ্রুপের রানার্স-আপ নেদারল্যান্ড। আজ সংযুক্ত আরব আমিরাতের কাছে নামিবিয়ার হারে সুপার টুয়েলভ নিশ্চিত হয় ডাচদের।
বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রার শুরুর প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। বি গ্রুপের চ্যাম্পিয়ন দলকেই তারা প্রতিপক্ষ হিসেবে পাবে।
এ গ্রুপের সমীকরণটা অনুমিত থাকলেও শেষ পর্যন্ত অঘটন হয়েছে। প্রথম ম্যাচ নামিবিয়ার কাছে ৫৫ রানে হারের পর শ্রীলংকার বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল। সেটা তারা করতে পেরেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা নাম লিখিয়েছে সুপার টুয়েলভে। নেদারল্যান্ড ১৬ রানে হেরে নামিবিয়ার চেয়েও রানরেটে পিছিয়ে পড়ে। তবে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছিল। তবে নামিবিয়া জিতলেই ডাচদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেত। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে তাদেরই বিদায় নিশ্চিত হলো।
এদিকে জটিল অবস্থায় আছে বি গ্রুপের হিসেব। প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে রয়েছে একটি জয়। দুই পয়েন্ট করে রয়েছে সবার ঝুলিতেই। পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আগামীকাল সকালে তারাই মুখোমুখি হচ্ছে। যে জিতবে, সেই নিশ্চিত করবে সুপার টুয়েলভ। অন্যদিকে তালিকার নিচে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলও নিশ্চিত করবে মূল পর্ব।