বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ, অবরুদ্ধ এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে শহরের পৌর পার্ক ও লঞ্চ ঘাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে।বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

হামলার মুখে পড়ার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এনসিপির নেতাকর্মীদের। এই মুহূর্তে সেখানেই আটকে রয়েছেন এনসিপির নেতারা।

আটকে পড়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ প্রায় সব নেতা।

সেখানে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন রওনা দিয়েছি, তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ-যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি শান্ত। কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।’

এর আগে, এনসিপির সমাবেশ মঞ্চে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার পর সমাবেশ মঞ্চে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন এনসিপির নেতারা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ প্রমুখ। এসময় মঞ্চ থেকে মুজিববাদ-মুর্দাবাদ স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন এনসিপির শীর্ষ নেতা ও আগত কর্মীরা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বৈষম্যের অভিযোগ ডিসির বিরুদ্ধে, আহত যোদ্ধারা বলছেন—আমরা অবহেলিত

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফুল ও উপহার জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের মাধ্যমে তুলে দেওয়ার ঘটনায় তীব্র...

দেশের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী ও দৃশ্যমান করতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান হবে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী ও দৃশ্যমান...

জুলাই ঘোষণাপত্রে যা পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা স্তরের মানুষ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল...

৩৬শে জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন:  আজহারী

গত বছরের এই দিনটিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ এক জুলুমের শাসন ‘স্থগিত’ হয়– বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান...

সম্পর্কিত নিউজ

বৈষম্যের অভিযোগ ডিসির বিরুদ্ধে, আহত যোদ্ধারা বলছেন—আমরা অবহেলিত

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফুল ও...

দেশের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী ও দৃশ্যমান করতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান হবে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ...

জুলাই ঘোষণাপত্রে যা পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে যোগ...