কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নুরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দাবি করে একটি অডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।
জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি অডিওতে রাজধানীর বিজয়নগরে ভিপি নূরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। নয়াপল্টনে নূরের উপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের যে অডিওটি ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ ভিওিহিন।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাত ৯টায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যায়ের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে যৌথবাহিনী এ হামলা করে বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন।
এই ঘটনার পর একটি মহল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি অডিও প্রচার করে। সেখানে তাকে বলতে শোনা যায়, শোনেন গন অধিকারের নুর নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। আপনারা সবাই ওইখানে যান, টার্গেট রাখবেন নুরকে গনহারে লাঠি চার্জ করবেন। নুরকে সামনে পেলে হাত পা ভেঙ্গে দিবেন। শোনেন এত বেশি বুঝেন কেন? প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে আপনাকে যা বলছি তাই করেন। নাইলে কিন্তু আপনারেই শোকজ কইরা দিমু।
অনুসন্ধানে উঠে আসে, এই বক্তব্যের কোনো সত্যতা নেই এবং সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রেও এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে অডিওটি কৃত্রিমভাবে তৈরি। জানা যায়, এটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি টুল, যার মাধ্যমে লেখা থেকে অডিও তৈরি করা সম্ভব।