ঢাবি প্রতিনিধি
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১ টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’, নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে, জাপা ধর, জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে ঢাবি শিক্ষার্থী জোবায়ের বিন নেছারী (এবি জোবায়ের) বলেন, জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল নয়, এরা আওয়ামী লীগের বি টিম। জুলাই পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের কোন বি টিম বা সি টিম রাজনীতি করতে পারবে না। অবিলম্বে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাইয়ের মতো করে পুলিশ আবারও নারকীয় ভাবে এখন হামলা চালাচ্ছে। তারা দুদিন আগে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আজ আবার ভিপি নূরের ওপর হামলা চালিয়েছে। তারা এখনো পুলিশ লীগ হিসেবেই রয়ে গেছে।
ডাকসুর ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ বলেন, ভিপি নুর কেবল ঢাবি ক্যাম্পাসের না, তিনি সমগ্র বাংলাদেশের একজন সাহসের প্রতীক।
জুলাইয়ে তার দেওয়া বক্তব্য বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল। তিনি যখন বলেছিলেন ৯০% পতন হয়ে গেছে আর ১০% বাকি আছে আর একটা ধাক্কা দিলে স্বৈরাচারের পতন হবে, তারবে বক্তব্য ভোজবাজির মত কাজ করেছিল। এ হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে। অবিলম্বে হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
সাবেক সমন্বয়ক ও ডাকসুর জিএস প্রার্থী মাহিন সরকার বলেন, আওয়ামী লীগের সময় গনরুম-গেস্টরুমের প্রতিবাদে আমরা যে কজন মানুষ আন্দোলন করতাম নূর ভাই তার মধ্যে অন্যতম। সন্ত্রাসী আওয়ামী লীগ নূর ভাইয়ের ওপর যেভাবে হামলা করতো, আজ ঠিক সেভাবেই তার ওপর হামলা করা হয়েছে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ছাত্রনেতাদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা গদি ছেড়ে দেন।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ভিপি নুরের ওপর আজকের এ হামলা সম্পূর্ণ পরিকল্পিত। যারা হামলা করেছে তারা রাগ, জিদ ও ক্ষোভের বশবর্তী হয়ে এই ন্যাক্কারজনক আমরা চালিয়েছে। এছাড়া, হামলাকারীদের গ্রেফতারের জন্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।